ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান ত্রিশাল উপজেলা পরিষদ পরিদর্শন করেন।তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ত

ত্রিশাল প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান ত্রিশাল উপজেলা পরিষদ পরিদর্শন করেন।তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান উপজেলা পরিষদে পৌঁছালে তাঁকে স্বাগত জানান উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসান ইসরাফিল, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ প্রমূখ। পরে নবাগত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
COMMENTS