লায়ন মো. আব্দুর রশিদের কবিতা

Homeপ্রধান খবর

লায়ন মো. আব্দুর রশিদের কবিতা

সংকলনে- খলিলুর রহমান: লায়ন আলহাজ্ব মো. আব্দুর রশিদ, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। কবি, গীতিকার, সমাজ সংস্কারক, পরিবেশবিদ ও

৫শত কোটি টাকার প্রকল্প উপস্থাপন- ভালুকায় উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও আলোচনা সভা
দেশে বাড়ছে এইডস রোগী এক বছরে ১৮৯১ এইচআইভি রোগী শনাক্ত
মুরগির বিষ্ঠায় মাছ চাষ, নিজ খামারের মাছ খায়না মালিকরা, মাছচাষে মুরগির বিষ্ঠার ব্যবহার কমে যাবে- এমন আশা উপজেলা নির্বাহী অফিসারের

সংকলনে- খলিলুর রহমান:

লায়ন আলহাজ্ব মো. আব্দুর রশিদ, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। কবি, গীতিকার, সমাজ সংস্কারক, পরিবেশবিদ ও শিক্ষানুরাগী।

তিনি বিশ্বাস করেন, স্রষ্টার প্রতি আনুগত্য ও সৃষ্টির প্রতি প্রেম ও ভালোবাসাই মানুষের একমাত্র মুক্তির পথ। সৃষ্টির প্রতি যার প্রেম আছে, তাঁর প্রতি স্রষ্টার দয়া নিহিত আছে।

তাই তাঁর কবিতায় সেরকমই ফুটে উঠেছে………..

 

-: প্রার্থনা ধ্যানেই আনন্দ:-

সৃষ্টিকর্তার কাছে আমাদের চাওয়া যেন হয়

সুস্থ দেহ ও সুস্থ মন,

দৃঢ় বিশ্বাসের সহিত উন্নতি চাইলে

হবেই আমাদের পরিবর্তন।

সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা ত্যাগ করলে

তাতে তুমি আশাহত হবে,

আবার অব্যাহত পাপ করতে থাকলে

মনটা প্রার্থনা থেকে বিরত রবে।

যার ভেতর শ্রেষ্ঠ ভালোবাসা আছে

তার প্রার্থনা হবে শ্রেষ্ঠ,

প্রার্থনার সময় ত্রুটিসমূহ মনে আসে

যা পরিহারে মন হয় সচেষ্ট।

প্রার্থনা বিশ্বাসী আত্মার হৃদস্পন্দন ও অপ্রকাশিত

ভাবের জলন্ত আগুন,

সেই অপ্রকাশিত আরজি সৃষ্টিকর্তার প্রতি নির্ভরশীলতা

জানিয়ে হৃদয়ে আনে ফাগুন।

স্রষ্টার প্রতি আমাদের আবেদন সমূহকে মানুষ

বাঁধাগ্রস্ত করতে পারে না,

প্রার্থনা সেই হাত সচল রাখে যে হাত বিশ্বকে

সচল রাখে যা হয় সত্য কামনা।

বিনীত অনুশোচনাপূর্ণ হৃদয় ও স্বর্গের

মাঝখানে কোনো ফারাক নেই,

সমস্যাকে অতিক্রম করার দেয়াল ও একটিমাত্র

সংকেত থাকে প্রার্থনা ধ্যানেই।

 

 

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: