খলিলুর রহমান: ময়মনসিংহের ভালুকায় গফরগাঁও ও ভালুকা সড়ক এবং উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনে

খলিলুর রহমান:
ময়মনসিংহের ভালুকায় গফরগাঁও ও ভালুকা সড়ক এবং উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫শত কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সদস্যের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান মো: হায়দর আলী, উপপ্রধান দেবোত্তম সান্যাল ও প্রিয়াঙ্কা দত্ত।
এই সময় ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, ময়মনসিংহ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ মাফুজুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসান আলী মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা: তাসলিমা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী পলাশ সরকার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে ইতিমধ্যে বাস্তবায়নকৃত জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লা আল মাহমুদ।
শিল্পাঞ্চল হিসেবে এই উপজেলার জন্য প্রতিটি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রস্তাবিত প্রকল্প গুলো উপস্থাপন করেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন।
প্রস্তাবিত প্রকল্প গুলো, পৌরসভার ভিতরে (রহঃবৎ-পড়হহবপঃরহম উৎধরহধমব, সিস্টেম), প্রাইমারি ও সেকেন্ডারি ডাম্পিং স্টেশন নির্মাণ, খিরু নদীর দুই পাড় বাঁধাই ও ওয়াকওয়ে নির্মাণ, রাস্তা পারাপারে ফুট ওভারব্রীজ নির্মাণ, কর্মজীবী মহিলাদের জন্য মহিলা হোস্টেল নির্মাণ, ভূমি অফিসের স্টাফদের জন্য ডরমিটরি নির্মাণ, কাদিগর জাতীয় উদ্যান এ পর্যটন কেন্দ্র ও অবকাশ কেন্দ্র স্থাপন, বাংলাদেশের ১ম মডেল থানা হিসাবে ০৬ তলা ভবনের সম্প্রসারণ, ১ম শ্রেণীর পৌরসভা হিসাবে পৌরভবনের ভাটিকাল এক্সটেনশনসহ প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য আনুমানিক ৫শত কোটি টাকার চাহিদা তুলে ধরা হয়।
এছাড়াও সরকারি উদ্যোগে মাছের হ্যাচারি ও ল্যাব নির্মাণের প্রস্তাব করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাইদুর রহমান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বপালন সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন ভৌত অবকাঠামো বিভাগের যুগ্মপ্রধান মো: হায়দর আলী।
উপজেলা প্রশাসের উপস্থাপিত প্রকল্পগুলো গুরুত্বসহকারে শুনেন এবং তা বাস্তবায়নের আশ^াস দেন প্রধান অতিথি। সড়ক প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও দ্রæত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিক নির্দেশনা দিয়ে প্রধান অতিথির এম এ আকমল হোসেন আজাদ বলেন, স্থানীয় প্রশাসন ও প্রকৌশল বিভাগের সমন্বয় করে সড়ক অবকাঠামোর মান নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে।
COMMENTS