Homeপ্রধান খবর

আমার কোন চাওয়া-পাওয়া নাই- মানবিক ভালুকা গড়ে তুলতে চাই -মোর্শেদ আলম

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, আমার নেতা বিএনপ

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো : প্রধান উপদেষ্টা
খালেদা জিয়া সব দলমতের মানুষের নেত্রী : ওয়াহাব আকন্দ
ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ-গুলি, আহত অর্ধশত

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলা হবে। আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, আমার কোন চাওয়া-পাওয়া নাই।

যদি সুযোগ পাই আপনাদের সাথে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে একটি মানিবক ও অধুনিক ভালুকা গড়ে তুলতে চাই। এই নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি, একজন এমপি ৫বছরে যা করতে পারবে আমি তার দশ গুণ বেশি করতে পারবো ইনশাল্লাহ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে আলোচনা সভা ও মোর্শেদ আলমের ব্যক্তিগত পক্ষথেকে শাড়ি-লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরুক্ত কথা বলেন।

মঙ্গলবার(৯ ডিসেম্বর)ময়মনসিংহের ভালুকা উপজেলা ১১নং রাজৈ ইউনিয়নের এসএম উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য নাইমুল করিম জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহামেদ, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, আইয়ূব আলী কমান্ডার, খালেদা নার্গিস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম ঢালী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা সাইফ উল্লাহ চৌধুরী, মাওলানা এশফাকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য নুরুল হক মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তিয়াশ মাহমুদ শুভ, ছাত্রনেতা রাফিউল্লাহ চৌধুরী ও মহিলাদল নেত্রী গোলাপী আক্তার প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় ২০ হাজার শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার শান্তি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন মোর্শেদ আলম।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা এশফাকুর রহমান।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: