স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু বলেন, একটি দল কখনো এদেশের মানুষের পক্ষে ছিলোনা। তারা ৪৭, ৫২ সনে এদেশর মা

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু বলেন, একটি দল কখনো এদেশের মানুষের পক্ষে ছিলোনা। তারা ৪৭, ৫২ সনে এদেশর মানুষের বিপক্ষে ছিলো, আর ৭১ সনে তাদের ভূমিকা আপনারা জানেন, তারা এদেশের মানুষের স্বাধীনতার বিরোধীতা করেছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১ সনে স্বাধীনতার ঘোষনা না দিলে, এই দেশ স্বাধীন হতোনা। তেমনি অনিবার্য প্রয়োজনেই ৪৭ বছর পূর্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে।
বুধবার (৩সেপ্টেম্বর) দুপুরে ভালুকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও সমাবেশে জাকির হোসেন বাবলু প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের সভাপতিত্বে ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমি মাসুদ সমাবেশে সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্যে, উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান, মোর্শেদ আলম।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে জাকির হোসেন বাবলুর নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী ভালুকা ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই যায়গায় এসে শেষ হয়।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক পিপি এড. আনোয়ার আজিজ টুটুল, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, হাজ্বী শহীদুল ইসলাম, উসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শামছুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, সাইদুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ব্যারিস্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদ ক্বারী, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, নুরুল হক মন্ডল, পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আবু সাঈদ জুয়েল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল, উপজেলা জিয়া পরিষদ সভাপতি প্রফেসর মাহবুবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টা থেকেই উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, ছাত্রদল, মৎস্যজীবীদল, তাঁতীদল ও জিয়া পরিষদের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে ভালুকা সরকারি কলেজ মাঠে এসে জমায়েত হতে থাকে।
এছড়াও ইফরাত হাসান খান সোহাগ ও রুহুল আমিনের নেতৃত্বে পৌর যুবদল, আদি খান সাকিল ও মিযাদুল হক খানের নেতৃত্বে পৌর ছাত্রদল পৃথক পৃথক মিছিল নিয়ে কলেজ মাঠে সমাবেশ ও র্যালিতে যোগদেন।

COMMENTS