নিজস্ব প্রতিনিধি : মাদক সমাজের রন্ধে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মাদকের প্রতি বেশি করে ঝুঁকে পড়ছে। আর বেশিরভাগ মাদকাসক্

নিজস্ব প্রতিনিধি :
মাদক সমাজের রন্ধে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মাদকের প্রতি বেশি করে ঝুঁকে পড়ছে। আর বেশিরভাগ মাদকাসক্ত হচ্ছে জেনারেল শিক্ষায় শিক্ষিতরা। কোন মাদরাসা শিক্ষার্থী কখনোই মাদকাসক্তিতে জড়িয়ে পড়ে না। এর কোন নজির নেই বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম।
তিনি বলেন, মাদরাসা শিক্ষকরা প্রতিষ্ঠানে অত্যন্ত আন্তরিকতার সাথে লেখাপড়া করিয়ে থাকেন। কিন্তু এর ব্যতিক্রম স্কুল কলেজে। এ কারণে বর্তমান সময়ের নতুন প্রজন্ম শিক্ষার্থীরা মাদরাসা শিক্ষার দিকে ঝুঁকছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সদরের গোপালনগর এমদাদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও এক শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদরাসা বাংলা বিভাগের প্রধান মোঃ আতাউর রহমান, আরবি বিভাগের প্রধান মাওলানা মোঃ আব্দুল করিম, আরবি প্রভাষক মাওলানা মোঃ মহিউদ্দিনসহ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
পরে অবসর জনিত বিদায়ী শিক্ষক মোঃ জহিরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
COMMENTS