Homeখেলা

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই-ডিসি মুফিদুল আলম

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের জেলা প্রশাসক  মুফিদুল আলম বলেন- খেলাধুলা মাদকের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। তাই তরুণ-যুবকরা খেলার মাঠে ফিরলে মা

হাতের মুঠোয় রক্তদাতার তথ্য
প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহের জেলা প্রশাসক  মুফিদুল আলম বলেন- খেলাধুলা মাদকের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। তাই তরুণ-যুবকরা খেলার মাঠে ফিরলে মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন।

বুধবার (১৭সেপ্টেম্বর)বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজিত

জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। খেলায় মানিকগঞ্জ জেলাকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক ময়মনসিংহ জেলা।

চ্যাম্পিয়নশিপের প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা খেলার মাঠে ব্যস্ত থাকলে মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে এবং মাদকাসক্ত হওয়ার প্রবণতাও হ্রাস পাবে।

উদ্বোধনী পর্বে ময়মনসিংহ  জেলা ফুটবল দল এবং মানিকগঞ্জ জেলা ফুটবল দলের খেলাটি দেখতে স্টেডিয়ামে দুই জেলার হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা খেলোয়াড়দের মাঝে বাড়তি উদ্দীপনা যোগায়।

এসময় জেলা বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নিতে হবে। সু-শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, তাহলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: