খলিলুর রহমান: ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের দুই একর গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি উদ্ধার ও বনভূমি জবর দখলে অভিযোগে ৩জনকে আটক করেছে

খলিলুর রহমান:
ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০ কোটি টাকা মূল্যের দুই একর গেজেট বিজ্ঞপ্তিত বনভূমি উদ্ধার ও বনভূমি জবর দখলে অভিযোগে ৩জনকে আটক করেছে স্থানীয় বনবিভাগ। আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাসধলাই গ্রামের মোঃ দানেজ আলীর ছেলে মোঃ ইকরাম আলী (৪২), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চকরামপুর গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (৩০) ও টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ বাবুল (৫০)। ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে জামিরদিয়া মৌজার ১৩৪ নং দাগে বনভূমিতে অনধিকার প্রবেশ ও বাউন্ডারি ওয়াল নির্মান করার সময় তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
হবিরবাড়ী বিট অফিসার মো. আশরাফুল আলম খান জানান, শুক্রবার ভোর রাতে জনৈক আব্দু সালামের নির্দেশে জনৈক বাবুল মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন শ্রমিক গেজেট ভুক্ত প্রায় ২০ কোটি টাকা মূল্যের দুই একর বনভূমি জবর দখলের উদ্দ্যেশ্যে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করে। বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ স্যারের নির্দেশনায় নিয়মিত টহল দেয়ার সময় উপরোক্ত আসামিদের আটক করা হয়। এসময় বন-কর্মীদের উপস্থিতি টের পেয়ে অন্যান্য শ্রমিকরা পালিয়ে যায়। ভালুকা রেঞ্জ অফিসার মো. হারুন-উর-রশিদ খান বলেন, জামিরদিয়া মৌজার গেজেট ভুক্ত বনভূমিতে বাউন্ডারি নির্মাণ করার সময় তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বন ও বনভূমি রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করি।

COMMENTS