জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষ্যে মোর্শেদ আলমের শুভেচ্ছা

Homeপ্রধান খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মোর্শেদ আলমের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি: মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা

শিক্ষক সংকটে ভুগছে নজরুল বিশ্ববিদ্যালয়
ভালুকার এম এ ওয়াহেদ ব্রিটিশ সরকারের ওবিই সম্মাননায় ভূষিত
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে

বিশেষ প্রতিনিধি:

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।

শুভেচ্ছা বার্তায় তিনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ও ভালুকা উপজেলার সর্বস্তরের জনগলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মহান মুক্তিযোদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যূত্থানে যারা শহীদ হয়েছেন তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্নার শান্তি কামনা করেন মোর্শেদ আলম।

তিনি বলেন, জাতির ক্লান্তি লগ্নে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৃষ্টি ও সিপাহী-জনতার বিপ্লব সংঘঠিত হয়। সেদিন গণতন্ত্রের পথ উন্মুক্ত হওয়ার মধ্যদিয়ে জাতীয়তাবাদী রাজনীতির অভ্যূদয়ের সূচনা হয়। সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পায়। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী-জনতা রাজপথে নেমে এসেছিলো প্রিয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুণরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে।

স্বাধীনতা উত্তর ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের আধিপত্যকে চিরস্থায়ী করতে গণতন্ত্রকে হত্যাকরে  একদলীয় বাকশাল গঠন করে। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পন্থায় মানুষের ন্যায়সংগত অধিকারগুলোকে হরণ করে। সেদিন মানুষের অধিকার প্রতিষ্ঠায় সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে রাপথে নেমে আসে এবং তারা সফল হয়।

শুভেচ্ছা বার্তায়, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, সফল রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করে মোর্শেদ আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম নাহলে এদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ আছে।

শুভেচ্ছা বার্তায় মোর্শেদ আলম বলেন, দেশের দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, “গণতন্ত্রের মা” দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। কোন আপোষ করেন নি, জীবনের শেষ বয়সে এসেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠান জন্য জনগণের পক্ষে কথা বলতে গিয়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন। গণতন্ত্র পূনরুদ্ধারের আপোষহীন নেত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।

বার্তায় মোর্শেদ আলম বলেন, জগদ্দল পাথরের ন্যায় জাতির ঘারে চেপে বসা ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের সফল নেতৃত্ব, জুলাই অভ্যূত্থানের সফল অধিনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের রাজপথে আন্দোলনে জুলাই অভ্যূত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, দেশের মানুষ মুক্তি পেয়েছে, মানুষের ভোটের অধিকার ফিরে পেয়েছে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটের রায় নিয়ে, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকরা ও একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলা হবে।

সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি আহবান জানিয়ে মোর্শেদ আলম বলেন, আসুন বিএনপির পতাকাতলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার মধ্যদিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: 0