Homeময়মনসিংহ

আদিবাসী মেধাবী শিক্ষার্থীদের মূল স্রোতে নিয়ে আসতে সকলকে এগিয়ে আসতে হবে- বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। উপযুক্ত পরিবেশ

ঘাটাইলে বিএনপি উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহে বেগম রোকেয়া দিবস পালিত বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত-জেলা প্রশাসক
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আদিবাসী ছাত্র-ছাত্রীদের মধ্যেও অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। উপযুক্ত পরিবেশ তৈরি, সবার সহযোগিতার মধ্য দিয়ে সমাজ, রাষ্ট্রের স্বার্থে তাদের উঠিয়ে নিয়ে আসতে হবে। একটি মেধাবী স¤প্রদায়ই পারে রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করতে। রাষ্ট্রের উন্নয়ন প্রক্রিয়ায় আদিবাসী স¤প্রদায়কেও সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, দেশের একেবারে প্রান্তিক পর্যায়েও সরকারের উন্নয়নের প্রয়াস রয়েছে। এরপরেও সাধারণ ছাত্র-ছাত্রীদের অনেকেই যেখানে পর্যাপ্ত সুযোগের বাইরে থাকে, সেখানে আদিবাসী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সেই সুযোগের হার আরও কম। আদিবাসী মেধাবী শিক্ষার্থীদের মূলস্রোতে নিয়ে আসতে বিভিন্ন গবেষণায় উঠে আসা প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ময়মনসিংহের গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে আয়োজিত ‘আদিবাসী শিশুদের শিক্ষা: অংশীজনের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ময়মনসিংহের আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আলোচ্য বিষয়ে আলোচনাপত্র উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম আজহারুল ইসলাম। তিনি ময়মনসিংহের হালুয়াঘাটসহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে সভায় অংশগ্রহণকারীগণ মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, ময়মনসিংহের হালুয়াঘাট অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: