আমরা মানবিক হলে মানবিক  বাংলাদেশ হবে-মোর্শেদ আলম

Homeপ্রধান খবর

আমরা মানবিক হলে মানবিক বাংলাদেশ হবে-মোর্শেদ আলম

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, আমরা মানবিক না

নজরুল জন্মবার্ষিকী কেবলই অনুষ্ঠান নয়, একটি আবেগ, দায়বদ্ধতা, প্রেরণার নাম-তথ্য ও সম্প্রচার সচিব
ময়মনসিংহে প্রস্তুতি সভায় শরীফুল আলম গণতন্ত্রের যাত্রা দেশজুড়ে ছড়িয়ে দিতেই বিএনপির রোড-শো
ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, আমরা মানবিক না হলে মানবিক বাংলাদেশ কিভাবে হবে। আমরা যদি মানবিক হই তাহলে অবশ্যই মানবিক বাংলাদেশ হবে। তিনি বলেন, আমরা বলি মানবিক বাংলাদেশ গড়তে চাই, আমি যদি মানবিক না হই, নেতা যদি মানবিক না হয়, তাহলে আরেকজনকে কিভাবে বলবো মানবিক হতে, আগে আমার মানবিক হতে হবে। যদি আগের মতই পেশি শক্তির জোর, চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হয়, তাহলে কিসের মানবিক বাংলাদেশ। আগে নিজে মানবিক হতে হবে তারপর স্বপ্ন দেখতে হবে মানবিক বাংলাদেশ গড়ার।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলম উপরুক্ত কথা বলেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক এড.মাজেদুল করিম সজলের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মজু, হাজ্বী শহীদুল ইসলাম, রুহুল আমিন, খালেদা নার্গিস, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ জুয়েল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল, বিএনপি নেতা খলিলুর রহমান প্রমুখ।

এছাড়াও বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সকলের দোয় চেয়ে মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের মূর্ত প্রতীক। বেগম খালেদা জিয়া কোন সাধারণ মহিলা নয়। এরকম একজন খালেদা জিয়ার জন্ম বাংলাদেশে আর হবেনা। আমাদের জীবদ্দশায়তো পাবোই না, আমাদের পরবর্তি প্রজন্ম পাবে কিনা সন্দেহ আছে। এরকম সৌভাগ্য বাংলাদেশের রাজনৈতিক দলের কোন নেতা পায়নি।

তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সম্মান দিয়েছেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি একবাক্যে স্বীকার করে নিয়েছে আপোষহীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া।

মোর্শেদ আলম বলেন, বেগম খালেদা জিয়া, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। খালেদা জিয়া প্রমাণ করেছেন সবার উপরে দেশ।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধায় ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হবিরবাড়ি ইউনিয়ন ৬নং কাশর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন দোয়া ও মিলাদ মাহফিলের  আয়োজন করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজ্বী শহীদুল ইসলাম, মুজিবুর রহমান মজু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: