ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে গজনী বনরাণী রিসোর্ট সেন্টারের মাঠে সোমবার (৮ডিসেম্বর) সকালে বন্যপ্রাণী সংরক্ষণ ও

ঝিনাইগাতী প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে গজনী বনরাণী রিসোর্ট সেন্টারের মাঠে সোমবার (৮ডিসেম্বর) সকালে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদ টেকসই ব্যবহারের ওপর সচেতনতা মূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও বন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রাংটিয়া রেজ্ঞ কর্মকর্তা আব্দুল করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সেক্রেটারি জেনারেল (যুগ্ম সচিব) বাংলাদেশ ইউনেস্কো, সাবভীনা মনির চিঠি। এছাড়া শামস উদ্দিন শিকদার, তৌহিদ মিয়া, সাংবাদিক মুগনিউর রহমান মনি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনজ সম্পদের টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। বিশেষ করে বন্যহাতি ও মানুষের দ্ব›েদ্বর বিষয় বিশদভাবে বিশ্লেষণ করে বলা হয়, প্রাণীকে বিরক্ত করা যাবে না এবং বনের সম্পদ সঠিকভাবে ব্যবহারের নিয়ম-কানুন ও কলাকৌশল মেনে চলতে হবে।
প্রশিক্ষণে শিক্ষক, সাংবাদিক, সূশীল সমাজের প্রতিনিধি এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
COMMENTS