স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন শুক্রবার (৮আগস্ট) সন্ধায় ভালুকা প্রেসক্লাব মিলনায়নে এই সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ঢালী,উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির, আলমগীর হোসেন, উপজেলা শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, স্বেচ্ছাসেবকদল নেতা কায়সার আহমেদ কাজল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার দিনা, সাংগঠনিক সম্পাদক রাশিদা খাতুন, ভালুকা সরকারী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইদুল হাসান মৃদুল, ভালুকা ক্রীড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরী প্রমুখ।
লিখিত বক্তব্যে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ২৪’র ৫ আগস্টের পর থেকে মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে ভালুকা উপজেলা বিএনপি শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। বিএনপি নামধারী একটি পক্ষ সে সময় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করলেও, তার বলিষ্ঠ নেতৃত্বে তা ব্যর্থ হয় এবং পরবর্তীতে দলের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মুর্শেদ আলম সবসময় সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং প্রতিটি দলীয় কর্মসূচিতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন।
তিনি আরও জানান, সম্প্রতি ভালুকা বাসস্ট্যান্ডে মারামারির ঘটনায় একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে মুর্শেদ আলমের নাম জড়িয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ঘটনায় কৌশিক ঢালীকে ছুরিকাঘাতকারী জান্নাত ও আসিফের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে পরামর্শ দেন মুর্শেদ আলম। বিএনপি সবসময় সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। তিনি বলেন, যারা ব্যক্তিস্বার্থে অপপ্রচার চালাচ্ছেন, তাদের এসব কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। অন্যথায় দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
COMMENTS