Homeপ্রধান খবর

ময়মনসিংহে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

নিজস্ব সংবাদদাতা: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। এসময় মনোনয়নবঞ্চ

নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বিশ্ব নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মোর্শেদ আলমের শুভেচ্ছা


নিজস্ব সংবাদদাতা:
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। এসময় মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে হিরণের নারী সমাবেশে হামলার বিচার দাবি জানানো হয়।
বুধবার (২৬ নভেম্বর) রাতে ‘ধানের শীষে ভোট চাই, মনোনয়ন পরিবর্তন চাই’এই স্লোগানে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা পাটবাজার এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয় থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির যুগ্ম-আহŸায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম বলেন, আমাদের মনোনীত বিএনপি প্রার্থী গৌরীপুরে এসে আমাদের মা-বোনদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ অন্যায়ের বিচার না হলে এবং হিরণসহ ২৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আন্দোলন চলবে।
উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে,তারেক রহমানের এমন বক্তব্য আছে। কেন্দ্রীয় একাধিক টিম গোপনে গৌরীপুরে এসেছে। খুব শিগগিরই সুখবর আসবে বলে আমরা আশাবাদী। নারী সমাবেশে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। কখনো রাজপথ ছাড়িনি। তাই গৌরীপুরের মানুষ আমাকে প্রার্থী হিসেবে দেখতে চায়। দল বিষয়টি বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে এবং আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে বলে আশা রাখি।
প্রার্থী পরিবর্তন ইস্যুতে মন্তব্য জানতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গৌরীপুর আসনে দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: