মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি-মোর্শেদ আলম

Homeপ্রধান খবর

মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি-মোর্শেদ আলম

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, বিএনপির ভারপ্রা

ভারত পানি না দিলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব
মসজিদের দানবাক্সে পাওয়া গেলো শেখ হাসিনাকে নিয়ে লেখা চিরকুট
ময়মনসিংহে সেতু ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ও নির্দেশনায় আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ভালুকার শান্তিপ্রিয় মানুষ কোনো চাঁদাবাজি পছন্দ করে না। কাজেই এই এলাকায় কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। মোর্শেদ আলম বলেন, মানুষের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে চাঁদাবাজ, সন্ত্রাস দখলবাজমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলাহবে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোর্শেদ আলম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বিগত ১৭ বছর আপনারা ভোট দিতে পারেন নি। আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা কেন্দ্রে জাবেন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন কেউ আপনাদের বাধা দিতে পরবেনা। বিএনপির প্রতিটি কর্মী পাহারায় থাকবে। তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অনুষ্ঠিত গনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথা বলেন।

ময়মনসিংহের ভালুকায় উপজেলার ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধায় হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজ্বী শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম। উপজেলা বিএনপির সদস্য  নাইমুল করিম জান্নাত ও সাবেক ছাত্রনেতা কায়সার আহমেদ কাজল বক্তৃতা দেওয়ার সময় উপস্থিত জনতার কাছে জানতে চান তারা বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তন চান কিনা এই সময় হাজার হাজার জনতা নিজ নিজ মোবাইলের ফ্লাশ লাইট জ্বলিয়ে হাত উপড়ে তুলে সম্মতি জানান এবং পরিবর্তন চাই, পরিবর্তন চাই বলে স্লোগান দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহামেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, খালেদা নার্গিস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: