মীর সবুর : ময়মনসিংহের মুক্তাগাছায় আমোদপুর খানবাড়ি ব্রিজ ভেঙে পড়ায় আন্তঃ উপজেলা (মুক্তাগাছা-ফুলবাড়িয়া) যানচলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁক

মীর সবুর :
ময়মনসিংহের মুক্তাগাছায় আমোদপুর খানবাড়ি ব্রিজ ভেঙে পড়ায় আন্তঃ উপজেলা (মুক্তাগাছা-ফুলবাড়িয়া) যানচলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থাতেই পায়ে হেঁটে ব্রিজ পার হচ্ছে মানুষ। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে আয়মন নদীর উপর নির্মিত ব্রিজটির একাংশ হঠাৎ ধসে যায়। এর ঠিক আগেই সেতুর উপর দিয়ে একটি ট্রাক পার হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিলো সেতুটি। কয়েক দফা মেরামতের দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে ধসের আশঙ্কা থাকলেও কর্তৃপক্ষ উদাসীন ছিলো। ধসের ঘটনায় মুক্তাগাছা-দাপুনিয়া রোডসহ জরুরি সেবার যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত আয়মন নদী খনন এবং টানা বর্ষণের পানির তীব্র স্রোতেই ব্রিজটি ভেঙে পড়ে। তারা আশঙ্কা করছেন, একই কারণে এলাকায় আরও কয়েকটি পুরাতন সেতু ভেঙে পড়তে পারে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হিসেবে আগেই চিহ্নিত ছিলো। পানি উন্নয়ন বোর্ডও সেতুটির দৈর্ঘ্য নদীর প্রস্থের তুলনায় কম হওয়ায় ঝুঁকি থাকার কথা উল্লেখ করেছিল। এ অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে ব্রিজ পুনঃনির্মাণে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। আপাতত সাময়িক মেরামতের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
COMMENTS