Homeপ্রধান খবর

ভালুকায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মশাল মিছিল

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দেওয়া বিএনপির মনোনয়ন পরিবর্তন করে মোর্শেদ আলমকে দেওয়ার দাবীতে বিক্ষোভ ও মশাল মিছি

ময়মনসিংহে প্রস্তুতি সভায় শরীফুল আলম গণতন্ত্রের যাত্রা দেশজুড়ে ছড়িয়ে দিতেই বিএনপির রোড-শো
নওগাঁয় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
জামালপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ভালুকায় ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দেওয়া বিএনপির মনোনয়ন পরিবর্তন করে মোর্শেদ আলমকে দেওয়ার দাবীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন মোর্শেদ আলমের কর্মী সমর্থকরা।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হবিরবাড়ী এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে মনোনয়ন প্রদান করেন বিএনপি। এই আসনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ চারজন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অন্যরা হলেন, মোহাম্মদ মোর্শেদ আলম, এড. আনোয়ার আজি টুটুল ও ব্যারিষ্টর আবুল হোসেন।

শুক্রবার বিকেলে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গনসমাবেশ ছিলো হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজ্বী শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মোর্শেদ আলম।

সন্ধা সাড়ে ছয়টায় সমাবেশ শেষে মোর্শেদ আলমের কর্মী সমর্থকসহ কয়েক হাজার জনতা হাতে মশাল নিয়ে মহসড়কে নেমে আসে এবং ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে মোর্শেদ আলমকে দেওয়ার দাবী জানান। এই সময় মহা-সড়কে জান চলাচল স্থবির হয়ে পড়ে।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: