স্টাফ রিপোর্টার: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই ¯েøাগানকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলায় ভূমি মেলা উপলক্ষে জনসচে

স্টাফ রিপোর্টার:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই ¯েøাগানকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলায় ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংষ্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই আয়োজন করেন। সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ আহবান জানিয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ভূমি আমাদের সকলের জীবনে একেবারেই অপরিহার্য। এটাকে কোনভাবেই অবহেলা করা বা অবজ্ঞা করার সুযোগ নেই। কিন্তু এখানে অপরাধ করার সুযোগ থাকে, যদি এই বিষয়ে আমাদের জ্ঞানের সল্পতা থাকে। পাশাপাশি সেটা অন্যায়, দুর্নীতি এবং সেখানে কিছু দালালেরাও উৎপাত করে। যখন আমাদের ভূমি সেবা সম্পর্কে বিস্তর জানা থাকবে, তখন আর সেই অন্যায়, দুর্নীতি ও দালালদের কবলে আমাদেরকে আর পরতে হবে না। আমরা নিজেরাই সহজেই ভূমি সেবা নিতে পারবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, অনুষ্ঠানে স্ব^াগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সদর সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এছাড়াও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ (বিভাগ) আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আইয়ুব আলী, শহীদ সাগরের পিতা মোঃ আসাদুজ্জামান আসাদ, শহীদ মাহিনের পিতা জামিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
COMMENTS