গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের লামকাইন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসে

গফরগাঁও প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের লামকাইন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদÐ এবং ৫০ হাজার টাকা অর্থদÐ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়। মঙ্গলবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের বেশকিছু এলাকায় বালু মহাল না থাকা সত্তে¡ও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় শরীফুল ইসলাম নামে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদÐ এবং ৫০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করে পাগলা থানা পুলিশ এবং গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন,’ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলন করছে একটি চক্র। খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জন কে বালু ও মাটি ব্যাস্থাপনা আইনে জরিমানা ও ৩ মাসের কারাদÐ প্রদান করা হয় ।
COMMENTS