স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসট

স্টাফ রিপোর্টার:
সারাদেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় গণঅভ্যূত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার পতনের
প্রথম বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫আগষ্ট) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫টায় মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে উপজেলা বিএনপির একটি র্যালি সরকারী ডিগ্রী কলেজ গেইট থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, নাছির উদ্দিন সরকার, মজিবুর রহমান মজু, হাজ্বী শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম বাবুল সরকার, সাইফ উল্লাহ চৌধুরী, মোস্তাফিজুর রহমান মামুন, আবু সাঈদ জুয়েল ও কায়সার আহমেদ কাজল উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপি, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদল ও মহিলাদলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
COMMENTS