খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া  চেয়ে কাঁদলেন মোর্শেদ আলম

Homeপ্রধান খবর

খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া চেয়ে কাঁদলেন মোর্শেদ আলম

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আবে

‘শর্তজুড়ে ভোজ্যতেল বিক্রি করলে কঠোর শাস্তি’
ইউনূস-মোদি বৈঠক ফলপ্রসূ হয়েছে, বললেন প্রেসসচিব
ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে নিজে কেঁদে সবাইকে কাঁদালেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম।

শনিবার (২৯ নভেম্বর) বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেন, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীসহ সকলের কাছে আবেগভরা কণ্ঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতার জন্য দোয়া চান মোর্শেদ আলম। এই সময় দোয়া চাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন মোর্শেদ আলম। উপস্থিত সকলের চোখেই পানি এসে যায়।

মোর্শেদ আলম বলেন, আজকে এই দেশের স্বাধীনতার প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ্য নয়,  মনে হয় গোটা বাংলাদেশ অসুস্থ্য।তিনি বলেন, আজকে দেশের এই ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই জরুরী।আমরা সবাই দোয়াকরি মহান আল্লাহ উনাকে সুস্থ্য করে দিন।

মোর্শেদ আলম বলেন, বৃদ্ধ বয়সে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মিথ্যা মামলায় কাউকে হয়রানী হতে হবেনা।

অনুষ্ঠানে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজ্বী শহীদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য, সিরাজুল ইসলাম ঢালী, সাইফ উল্লাহ চৌধুরী, নূরুল হক মন্ডল, মো. মাসুদ পারভেজ চান মিয়া, উপজেলা শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, স্বেচ্ছাসেবকদল নেতা কায়সার আহমেদ কাজল, রাফি উল্লাহ চৌধুরী ও তিয়াশ মাহমুদ শুভ প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: