Homeস্বাস্থ্য ও চিকিৎসা

ডাঃ আলী সিদ্দিকী সি.বি.এম.সিতে যোগদান করেছেন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সদস্য সচিব, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, বাংলাদেশ বেসরকারি হাস

ময়মনসিংহ মহানগর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত
ভালুকার এম এ ওয়াহেদ ব্রিটিশ সরকারের ওবিই সম্মাননায় ভূষিত
আনন্দ মোহন কলেজ মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ময়মনসিংহ বিভাগীয় সদস্য সচিব, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি, বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি এবং ময়মনসিংহ জেলার সভাপতি, বিএমএ ময়মনসিংহ শাখার সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী সরকারী চাকরি থেকে অবসর গ্রহণের পর ময়মনসিংহের ঐতিহ্যবাহী বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কমিউনিটি বেজড মেডিকেল কলেজে এনেসথেসিয়া ও আইসিইউ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেছেন।

এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং অতিথি চিকিৎসকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজুর রহমান খান চৌধুরী। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোরশেদ আলম, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ এম. করিম খান, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মীর্জা হামিদুল হক, অধ্যাপক ডাঃ মীর্জা মানজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ হাকিম সরকার, সদস্য ডাঃ মোঃ রশেদুল হুদা, উপপরিচালক ডাঃ খাইরুল ইসলাম সিজার, শিক্ষক প্রতিনিধি ডাঃ মোঃ মামুনুর রশীদ চৌধুরীসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক মন্ডলী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ জিন্নাতুন নূর, চর্মরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসক নেতা ডাঃ শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মতিউর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলাম, নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম, অর্থোপেডিক সার্জন ডাঃ এমদাদুল হক শাকিলসহ বহু বিশিষ্ট চিকিৎসক।

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ডাঃ আফসানা রওশন, যিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান এবং ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর সহধর্মিণী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস রুপম, সহযোগী অধ্যাপক ডাঃ এ এইচ এম হাসান সুজন, ডাঃ তোফায়েল উদ্দিন আহমেদ রাসেল, ডাঃ মাসুদ হাসান সজীব, ডাঃ কামনা রানী সাহা, আবাসিক সার্জন ডাঃ সাব্বির হাসান আশিক, ডাঃ শেখ সাদিক বিন হাবিব শাওন এবং ডাঃ ফয়সল আরেফিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অতিথি চিকিৎসকবৃন্দ। তারা বলেন, ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, তিনি একজন সংগঠক, শিক্ষক ও মানবিক ব্যক্তি। তার যোগদানে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে।

নিজ বক্তব্যে ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটি আমার জন্য একটি নতুন অধ্যায়। আমি চাই, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় চিকিৎসা শিক্ষা ও সেবার মান আরও উন্নত হোক।

আলোচনা ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়া চিকিৎসকরা জানান, অনুষ্ঠানে ছিল সহকর্মিতার বন্ধন, শ্রদ্ধা ও আনন্দের মেলবন্ধন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: