Homeপ্রধান খবর

লায়ন এম এ রশিদ এর কবিতা:-“তোমার দুশ্চিন্তা”

বিভিন্ন আঘাতের মাধ্যমে মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়, অথবা পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থায় মানুষ দুশ্চিন্তা করে। দুশ্চিন্ত শুধুই একজন মানুষকে ক্ষতিগ্র

ক্ষতিপূরণ চান ক্ষতিগ্রস্ত খামারিরা প্রাণিসম্পদ অফিসের ভ্যাকসিন নিয়ে অর্ধশতাধিক পশুর মৃত্যু
ভালুকায় গণঅভ্যূত্থান দিবসে প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা
মানসিক প্রশান্তি নিয়ে দেশে ফিরেছেন খালেদা জিয়া, বিএনপিতে উচ্ছ্বাস

বিভিন্ন আঘাতের মাধ্যমে মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়,
অথবা পারিপার্শ্বিক বিভিন্ন অবস্থায় মানুষ দুশ্চিন্তা করে।
দুশ্চিন্ত শুধুই একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করে,
এই ভাবনা থেকেই লিখা এ কবিতা

কবিতার নাম—
তোমার দুশ্চিন্তা কি পারে,
ঘটে যাওয়া ঘটনাগুলো পরিবর্তন করতে?
তোমার দুশ্চিন্তা কি পারে ,
ঘটনা উন্মোচিত করে ভালো কিছু গড়ে দিতে?
দুশ্চিন্তার কারণে তুমি প্রাকৃতিক
আনন্দগুলোর স্বাদ যদি হারাতে থাক,
তবে বিগত জীবনে যা উপভোগ্য ছিল,
তার সবকিছুই করবে তোমায় হতবাক।
দুশ্চিন্তা এক সময় রোগাগ্রস্ত ও জরাজীর্ণ করে তুলবে তোমাকে,
তখন আফসোস করে ফিরে তাকাবে,
পূর্বের সোনালী সময়টার দিকে।
যে সময়টাকে আনন্দে ভরে দিয়ে,
সফলতা ও সম্মান পারতে কুঁড়াতে,
দুশ্চিন্তা পরবর্তী প্রতি ঘন্টা জিজ্ঞেস করবে,
সম্পদ ও সম্মান পেড়েছ কি আনতে?

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: