Homeপ্রধান খবর

মুক্তাগাছায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া পলাশ: ময়মনসিংহের মুক্তাগাছায় 'বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের করণীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সভা অনুষ্ঠিত
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়ায় -মুফিদুল আলম
কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে —-ময়মনসিংহে বোর্ডের মহাপরিচালক

গোলাম কিবরিয়া পলাশ:

ময়মনসিংহের মুক্তাগাছায় ‘বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের আয়োজনে শুক্রবার (১৬মে) বিকাল ৩ টায় মুক্তাগাছা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

সেমিনারে আলোচকগণ বলেন, নিজ ধর্ম, পেশার দায়িত্ব যদি সৎভাবে পালন করা যায়, তবেই ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।  বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সকলকেই ভূমিকা রাখতে হবে। দেশের সকল গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে তারুণ্যের ভূমিকা অপরিসীম। যে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন জাতি দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের সম্ভাবনা, কর্মক্ষম তরুণ সমাজ গড়ে তোলা, দেশ গড়তে তাদের কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে।

সেমিনারে অন্যান্যের মধ্যে মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র, সমন্বয়কসহ গণমাধ্যম কর্মীগণ  উপস্থিত ছিলেন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: