Homeপ্রধান খবর

বাউলদের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা

ঢকা অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাউলদের ওপর হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ- এটি একেবারেই ঠিক নয়। এ ধরনের হিং

৩১ দফার আলেঅকে তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ে তুলা হবে-মোর্শেদ আলম
ফুলবাড়িয়ায় সাংবাদিকদের সাথে খেলাফত মজলিস প্রার্থীর মতবিনিময়
লিফলেট বিতরণকালে এড. হান্নান খান দেশ ও জাতিকে রক্ষা করতেই ৩১

ঢকা অফিস:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাউলদের ওপর হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ- এটি একেবারেই ঠিক নয়। এ ধরনের হিংসা-প্রতিহিংসা কারো জন্যই শোভন নয়। তিনি এ হামলাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ বলে মনে করেন এবং এর সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি জানান।

একইসঙ্গে তিনি ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাউলদের ওপর হামলা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির ধারক-বাহক বাউলরা মাঠে-ঘাটে গান গেয়ে বেড়ান। তাদের ওপর হামলা মূলত উগ্র ধর্মীয় মনোভাবের প্রকাশ- এটি একেবারেই ঠিক নয়।

রাজধানীর কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে সহস্রাধিক মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, ঢাকা শহরে অনেক বস্তি আছে, তার মধ্যে কড়াইল বস্তিটা সব থেকে বড় বস্তি। এখানে কয়েক হাজার মানুষ বসবাস করেন এবং সবাই দরিদ্র, নিঃস্ব মানুষ।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমার বাসায় যে মহিলা রান্না করেন তারও বাসা সেখানে এবং তার বাড়িটিও পুড়ে একদম নিঃশেষ হয়ে গেছে। এটা এই দরিদ্র মানুষগুলোর জন্য একটা চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন।

মির্জা ফখরুল জানান, অগ্নিকাণ্ডের ঘটনা কোনও ষড়যন্ত্র বলে মনে করছেন না তিনি। তবে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন বিশেষ করে গার্মেন্টস ও ফ্যাক্টরিগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার অপ্রতুল্যতা এবং আইন না মেনে চলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সবকিছু মিলিয়ে সত্যিকার অর্থে যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে তাহলে এসব ঘটনা এড়ানো অনেক সহজ।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা এবং পৌর কমিটি পর্যায়ের নেতাকর্মীরা।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: