আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য  খালেদা জিয়া জেল খেটেছেন-মোর্শেদ আলম

Homeরাজনীতি

আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া জেল খেটেছেন-মোর্শেদ আলম

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, দেশের স্বাধীনতা

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান
গৌরীপুরে দুই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণমানুষের মৌলিক-ভোটের  অধিকার প্রতিষ্ঠার জন্য সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ বয়সে এসে জেল খেটেছেন।মোর্শেদ আলম বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি টাকা বেগম খালেদা জিয়ার একাউন্টে ছিলো। সেই টাকা এখন ১২ কোটি টাকা হয়েছে। তাহলে দুর্নীতিটা হলো কোথায়? এটা ছিলো পতিত হাসিনা সরকারের একটা ষড়যন্ত্রমূলক মিথ্যা সাজানো মামলা। যে মামলায় বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে।

মোর্শেদ আলম বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছেন। ৩১ দফা হলো এদেশের গণমানুষের মুক্তির সনদ। মোর্শেদ আলম বলেন, আমরা বিশ^াস করি আপনাদের ভোটে, জনগণের রায় নিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে অবশ্যই তারেক রহমনের নেতৃত্বে একটি বৈশম্যহীন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, ঘোষিত ৩১ দফায় বাংলাদেশে শক্তিশালী ও সম্ভাবনাময় অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিল্পের বিকাশ নিশ্চিত করে বেকার সমস্যার সমাধান করা হবে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হবে। উৎপাদন বৃদ্ধিকরে খাদ্যঘাটতি কমানো হবে। তিনি বলেন, বিগত ১৭ বছর দেশের টাকা বিদেশে পাচার করে একটি ভঙ্গুর অর্থনীতি সৃষ্টি করা হয়েছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে।

তিনি বলেন, বিগত দিনে আপনারা ভোট দিতে পারেননি। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মোর্শেদ আলম বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির আন্দোলন-সংগ্রামের ফলে আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।আসন্ন নির্বাচনে আপনি, আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনার ভোট আমাদের কাছে আমানত। আমরা, আপনার আমানত রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

শনিবার (২২ নভেম্বর) ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগারা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে আলোচনা সভা ও শাড়ি-লঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ আলম উপরুক্ত কথা বলেন।

মোর্শেদ আলমের নিজস্ব অর্থায়নে ডাকাতিয়া ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে ও  ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, নাসির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বিএসসি, বীরমুক্তিযোদ্ধা আইযূব আলী কমান্ডার, খালেদা নার্গিস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন, নাঈমুল করিম জান্নাত, উপজেলা শ্রমিকদল সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার আহমেদ কাজল প্রমুখ।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: