স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ময়মনসিংহের ভালুকায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় বাড়ত

স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ময়মনসিংহের ভালুকায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃ্খংলা বাহিনী। একই সাথে অবস্থান কর্মসূচী পালন করেছে ভালুকা উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (১৭নভেম্বর) ভোর থেকেই সদরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশনায় উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের নেতৃত্বে পৌর বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির জানান, যে কোন ধরনের অপরাধ, নাশকতা ও বিশৃ্খংলা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। ৪টি চেকপোষ্ট ও ৩টি টহল টিম মাঠে রয়েছে। এই রিপোর্ট লোখা পর্যন্ত কোথাও কোন নাশকতার সংবাদ পাওয়া যায়নি।
তবে ঢাকা-মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন ছিল কম। দুপুরে হাতেম খানের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, শ্রী স্বপন বণিক, তাহের উদ্দিন ফকির, সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু, ইফরাত খান সোহাগ, রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

COMMENTS