স্মৃতিতে স্মরণে আলী যাকের

Homeবিনোদন

স্মৃতিতে স্মরণে আলী যাকের

  বিনোদন প্রিতিবেদক: নভেম্বর মাসে পৃথিবীতে এসেছিলেন, নভেম্বরেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, ব্যবসা

সিয়াম সাধনার মাধ্যমে পরিশুদ্ধ জীবন গড়তে হবে : ধর্ম উপদেষ্টা
চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
নায়ক মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা, যা বললেন স্ত্রী শেলী

 

বিনোদন প্রিতিবেদক:

নভেম্বর মাসে পৃথিবীতে এসেছিলেন, নভেম্বরেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নির্দেশক, ব্যবসায়ী ও কলাম লেখক আলী যাকের। ১৯৪৪ সালের ৬ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুরে আলী যাকেরের জন্ম। ক্যানসার আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৭ নভেম্বর মারা যান তিনি।

 

তার জন্মদিন ও প্রয়াণ দিবস উপলক্ষে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ আয়োজন করছে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক একটি অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক সারা যাকের। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন হবে।

 

আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের সবার প্রিয় বরেণ্য এই শিল্পীর জন্মদিন এবং প্রয়াণ দিবসকে কেন্দ্র করেই মূলত এ অনুষ্ঠান। অনুষ্ঠানে আমিসহ বেশ কয়েকজন অতিথি আলোচনায় অংশ নেবেন। আলোচনা পর্ব শেষে তার অভিনীত বিভিন্ন নাটকের অংশবিশেষ মঞ্চায়নের পাশাপাশি তার প্রিয় গান ও কবিতার অংশ বিশেষ কেউ গাইবেন, আবৃত্তি করবেন। নৃত্য পরিবেশনাও থাকবে। মূলত নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত শিল্পীরাই পারফরম্যান্সে অংশ নেবেন। নৃত্যশিল্পী দলের বাইরের কেউ হবেন। এমন একটি আয়োজন উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইল। আশা করি, আমাদের আয়োজন ভালো লাগবে, সেই সঙ্গে যাকের ভাইয়ের প্রতি শ্রদ্ধাও প্রদর্শন করা হবে।আসাদুজ্জামান নূর জানান, অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেবেন কলকাতার বরেণ্য নাট্যজন বিভাস চক্রবর্তী।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: 0